শিশুর পেট ফুলে যাওয়া (Abdominal distension) শিশুদের জন্মগত কিছু ত্রুটি আছে যে কারণে নবজাতকের পেট ফুলে যেতে পারে। নাড়ির রাস্তা কোন কোন জায়গায় বন্ধ থাকলে (Jejunal & Ileal atresia), কোন জায়গায় নাড়ি সরু হয়ে গেলে (Hirschsprung disease), পায়খানার রাস্তা বন্ধ থাকলে (Imperforate anus), নাড়ির ইলিয়াম নামক জায়গায় মিকোনিয়াম জমে গেলে (Meconium ileus or plug) এবং নাড়িতে জীবাণু সংক্রমণ হলে (Necrotizing Enterocolitis) পেট ফুলে যেতে পারে। এছাড়াও নাড়িতে প্যাঁচ লাগলে (Intestinal obstruction), পেটে পানি আসলে (Ascites), কোষ্টকাঠিন্যর কারণে অনেকদিন যাবৎ পায়খানা না হলে (Constipation), পেটে অতিমাত্রায় কৃমি হলে, পেটে গ্যাস জমে গিয়ে, পেটের যকৃৎ ও প্লীহা বড় হয়ে অথবা পেটে কোন টিউমার (Mass) হলে পেট ফুলে যেতে পারে।